আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পেছনে কথিত ‘বিদেশি ষড়যন্ত্র’ তদন্তের জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী শুক্রবার (৮ এপ্রিল) এই তথ্য জানান।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের ফাওয়াদ চৌধুরী বলেন, ‘তদন্ত কমিশনের নেতৃত্বে থাকবেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক খান।’
তিনি বলেন, কমিশন প্রমাণ করবে ওই বিদেশি চিঠির অস্তিত্ব আছে। তবে এর আগে বিরোধী নেতা শেহবাজ শরিফ দাবি করেন, ওই চিঠি ভুয়া।
এছাড়া ফাওয়াদ চৌধুরী বলেন, ‘শাসন ক্ষমতা পরিবর্তনের’ হুমকি থাকলেও কমিশন তা তদন্ত করবে।
ইমরান খান বার বার দাবি করে আসছেন তাকে সরাতে বিদেশি শক্তি কাজ করছে। এর প্রমাণ হিসেবে তিনি এক ভাষণে একটি চিঠি দেখান। এছাড়া নাম ফসকে এই চিঠির পেছনে যুক্তরাষ্ট্র আছে বলে জানান।
এদিকে আগামীকাল শনিবার ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্থাবে ভোটাভুটি হওয়ার কথা আছে। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।