জাতীয় ডেস্কঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ইভিএম পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বক্তব্য দূরভিসন্ধিমূলক। প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বৃহস্পতিবার বলেছেন, সকল রাজনৈতিক দল চাইলেই আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এর দুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতির ব্যবহার করা হবে। বৃহস্পতিবার সিইসির বক্তব্য সেটির প্রতিধ্বনি বলে বিএনপির কাছে মনে হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য মূলত সরকারের ইচ্ছা পূরণেরই প্রতিফলন। নির্বাচন নিয়ে সরকারের আগ্রাসী ষড়যন্ত্র এখনো সমহিমায় বিরাজমান।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার বন্দুকের জোরে ক্ষমতা আকড়ে ধরে যে অপকর্ম, দেশজুড়ে যে লুটপাটের রাজত্ব কায়েম, মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে- এতে করে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা এখন শূন্যের নিচে নেমে গেছে। এজন্যই প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচনে ভোট কারচুপির জন্য আবারো ইভিএম পদ্ধতি নিয়ে এসেছেন কি না সেটি এখন মানুষের মধ্যে বড় ধরনের প্রশ্ন।
তিনি বলেন, ইতিপূর্বে জার্মানি, আমেরিকা, ভারতসহ অনেক দেশে ইভিএম মেশিন নিয়ে বিতর্ক হওয়ায় সেখানে এই মেশিনের ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। জার্মান আদালত ২০০৯ সালে এক রায়ে বলেছে, ইভিএম মেশিন খুব সহজেই টেম্পারিং করা সম্ভব। এতে ভোট পুনর্গণনার সুযোগ নেই। তাই জার্মান আদালত ওই মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেছে। গত কয়েক দিন আগে ভারতে কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট কারসাজির ঘটনা ঘটেছে সেটি ছবিসহ প্রকাশ করা হয়েছে। তাই বর্তমানে আবারো ইভিএম বিষয়টিকে নির্বাচন কমিশন কর্তৃক জনসম্মুখে নিয়ে আসা দূরভিসন্ধিমূলক।
ইত্তেফাক/