জাতীয়:
সভার কার্যবিবরণীতে তার বক্তব্য না থাকায় অধিকার খর্বের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে ইউনোট পাঠিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, তার দেওয়া বক্তব্য কার্যবিবরণীতে তুলে পেশ করার জন্য বললেও ইসি সচিব তা না করে সিইসির অনুমোদন নিয়েছেন।
গত ১ আগস্ট সিইসির বরাবর পাঠানো ইউনোটে মাহবুব তালুকদার লেখেন, “গত ২১ জুলাই আমি নির্বাচন কমিশনের ৫০তম সভায় উপস্থিত ছিলাম। ওই সভায় আমি নারায়ণগঞ্জের ‘কাঞ্চন পৌরসভার শান্তিপ্রিয় জনগণের’ নামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের প্রতি কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। তাতে এলাকার জনগণ সুষ্ঠু, নিরপেক্ষ, ভীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে। ওই নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সে সম্পর্কে আমি কমিশন সভায় বক্তব্য রাখি।”
মাহবুব তালুকদার আরও লেখেন, ‘নির্বাচন কমিশনার হিসেবে আমার বক্তব্য কার্যবিবরণীতে লিপিবদ্ধ না করার যদি কোনো সংগত কারণ থাকে, তা আমাকে অবহিত করার প্রয়োজন ছিল। ইতিপূর্বে কমিশন সভায় বক্তব্য পেশের জন্য আমাকে লিখিতভাবে অনুরোধ জানিয়েও পরে তা পেশ করতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন সভায় আমার উপস্থাপিত বক্তব্য যদি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে নির্বাচন কমিশন সভায় আমার উপস্থিতির কোনো আবশ্যকতা থাকে না। এই ঘটনায় নির্বাচন কমিশনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’
ইসি সচিবালয়ের সচিব মো. আলমগীর এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, যা হয়েছে তা কমিশনের সিদ্ধান্তেই হয়েছে। সিইসি দেশের বাইরে থেকে ফেরার পর ইউনোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।