অন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ’তে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৪ জন। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। স্বাস্থ্যকর্মীরা একথা জানিয়েছেন।
খবরে বলা হয়, হোদেইদাহ’র প্রধান হাসপাতাল আল-থাওরার কাছে হামলা চালায় জোট বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের মৎস্য বন্দর ও মাছের বাজার।
লোহিত সাগর সংলগ্ন শহরটির এক চিকিৎসক জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা ৫৫ জনে পৌঁছেছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।