জাতীয় ডেস্কঃ
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট মাজারপাড়া গ্রামের মিরাজের ২০ মাস বয়সের শিশু কণ্যা মেহেনাজ আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে বড় বালতির পানির মধ্যে পড়ে শ্বাস রুদ্ধ হয়ে মারা গেছে।
জানা গেছে,ঈদের দিন বাড়ির সবাই কোরবানীর কাজে ব্যস্ত থাকায় শিশু মেহেনাজ সবার অগোচরে বাড়িতে থাকা মুরগীর খামারের কাজে ব্যবহৃত পানি ভরা প্লাষ্টিকের বড় বালতির মধ্যে পড়ে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায়।বিকেল ৩ টার দিকে তাকে কাহালু হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষনা দেন।ঈদের দিন মেহেনাজের মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে আসে।