তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
খুব শিগগিরই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সব নোটিফিকেশন উইন্ডোজ ১০-এ পেতে যাচ্ছেন গ্রাহকরা। সেই লক্ষ্যে উইন্ডোজ ১০-এর ‘ইওর ফোন’ অ্যাপ আপডেট করছে মাইক্রোসফট। এর আগে, ২০১৮ সালের অগাস্টে বিশেষ এই সেবা চালু করার কথা দিয়েছিল মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
জানা যায়, ইওর ফোন নামেই ওই অ্যাপটিতে আপডেট আনছে মাইক্রোসফট। তবে অ্যাপটির মূল ধারণায় কোন পরিবর্তন আনা হচ্ছে না। অ্যাপটিতে নিজের অ্যান্ড্রোয়েড ফোন যুক্ত করলেই গ্রাহকরা তাদের কম্পিউটার থেকে পাবেন ফোনের সব নোটিফিকেশন। সেই সঙ্গে বার্তা পড়া এবং জবাব দেওয়া, ফোনের লাইব্রেরির ছবি দেখতে ও ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন গ্রাহকরা।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে অ্যান্ড্রয়েড ফোন স্ক্রিন পিসিতে মিরর করে দেখিয়েছিল মাইক্রোসফট। তারা এই ফিচারটির নাম দিয়েছে ‘নোটিফিকেশন চেইসিং’।