জাতীয় ডেস্কঃ
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, সব শিক্ষা বোর্ড মিলিয়ে মেয়েদের গড় পাসের হার ৭০.৪৩ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬৭.৬১ শতাংশ।
এইচএসসিতে ছাত্রীদের ভাল করার ধারা অব্যাহত আছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষায় ছাত্ররা ছাত্রীদের চেয়ে বেশি অংশগ্রহণ করলেও পাসের হারে ছাত্রীরা এগিয়ে। পরীক্ষায় মোট ৬ লাখ ২৪ হাজার ৭৭৫ জন ছাত্র ও ৫ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন ছাত্রী অংশ নিয়েছে। ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৬১ ও ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। মেয়েরা দুই দশমিক ৮২ শতাংশ বেশি পাস করেছে। বাসস