অন্তর্জাতিক ডেস্কঃ
একই দিনে দুই নারীকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেছেন সোমালিয় যুবক বশির মোহামেদ। শনিবার সোমালিয়ান্দের সিনাই গ্রামে বিয়ে করেন বিয়ে করে মোহামেদ। তার দুই স্ত্রীর নাম ইকরা ও নিমো।
বশির মোহামেদ জানান, তিনি আট মাস ধরে চেষ্টা চালিয়েছেন উভয়ই নারীর মন জয় করতে। অবশেষে দুইজনকেই একসাথে বিয়ে করতে রাজি করতে সক্ষম হন। অন্য পুরুষদের উৎসাহিত করতে তিনি এমনটা করেছেন বলে জানান।
তিনি আরো বলেন, দুইজনকে একসাথে আমি আমার বাড়িতে নিয়ে আসি। আমি তাদের দুইজনকে খোলাখুলি জানাই যে আমি তাদের দুজনকেই ভালোবাসি। তারা উভয়েই সন্তুষ্ট।
একসাথে দুইজনকেই বিয়ে করার কারণ হিসেবে বাশির বলেন, প্রথম থেকেই যাতে তারা একে অপরকে মেনে নিতে পারেন এবং পরষ্পরের প্রতি ঈর্ষান্বিত না হন।
এছাড়া অনেক সন্তানের পিতা হতেই তিনি দুইজনকে বিয়ে করেছেন বলেও জানান।
উল্লেখ্য, সোমালিয় সমাজে বহুবিবাহ প্রচলিত থাকলেই একসাথে দুই নারীকে বিয়ে করার ঘটনা নতুন।