বিনোদন ডেস্কঃ
কলকাতার সুপারস্টার নায়ক দেব। তার প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মিত্র। বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছে এই দুই তারকা। এ খবর জানে টলিউডের প্রতিটি ইট পাথরও। অভিনয় জগতে খুব একটা জনপ্রিয় নন রুক্মিণী। সুপারস্টার দেবের প্রেমিকা হিসেবেই তিনি সুপরিচিত। একসঙ্গে ‘চ্যাম্প’ ও ‘ককপিট’ নামে দুটি ছবিতে তারা অভিনয় করেছেন। ভক্তদের সামনে আরো একটি সুযোগ এসেছিল দুজনকে একসঙ্গে রুপালি পর্দায় দেখার। কিন্তু দুজনেই হতাশ করেছেন ভক্তদের।
কিন্তু কয়েকদিন না যেতেই দুঃসংবাদ আসে দেব ভক্তদের জন্য। হবুচন্দ্র রাজার চরিত্রে তিনি অভিনয় করবেন না বলে জানিয়ে দেন। এই ঘটনার পরে রানির চরিত্র থেকে সরে দাড়ান রুক্মিণীও। প্রেমিক-প্রেমিকা বলে কথা। সম্প্রতি এমন খবর জানান স্বয়ং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ছবির নায়ক-নায়িকা পরিবর্তন হচ্ছে। ফাইনাল হলে জানাব। চিত্রনাট্য তৈরি হওয়ার পরে দেব জানান, তিনি থাকতে পারবেন না।’
ছবিতে না থাকার কথা স্বীকার করেন দেবও। দুদিন আগে এই ছবির চিত্রনাট্য পড়ার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন দেব। সেই ছবিতে পরিচালক অনিকেতও ছিলেন। সেখানে লেখা ক্যাপশনেই নায়ক ছবি ছাড়ার আভাস দিয়েছিলেন। এমনকি, তার প্রেমিকা রুক্মিণীও যে থাকবেন না- সেই আভাসও পাওয়া গিয়েছিল। দুদিন বাদে সেই আভাসকেই সত্যি করে দিলেন দেব-রুক্মিণী। কাজেই এবার নতুন রাজা-রানির অপেক্ষায় দর্শক।