বিনোদন ডেস্কঃ
এক সময়ের আলোচিত মুখ নোবেল, বিপাশা ও তানিয়া। বর্তমানে একেকজন একেক কাজে ব্যস্ত থকলেও চ্যানেল আই এর ঈদ আয়োজনে এক সঙ্গে কাজ করছেন এই জনপ্রিয় তারকারা।
তবে কেউ থাকবেন ক্যামেরার পিছনে, কেউ থাকছেন গল্প লেখক হিসেবে। ‘ছায়া’ নামক নাটকে নোবেল জুটিবদ্ধ হয়েছেন লাক্সস্টার মম’র সাথে। আর বিপাশা হায়াতের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ।
গল্প সম্পর্কে বিপাশা হায়াত বলেন, ‘বিচ্ছেদেই ভালোবাসা ঠিক ভাবে প্রকাশিত হয়। ভালোবাসা নানা ভাবে প্রকাশ করা যায়। এই নাটকে ভালোবাসার প্রকাশ একেবারেই বিমূর্ত।’
এ নাটকে আরো অভিনয় করেছেন নাঈম, সাবেরী আলম প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে।