আন্তর্জাতিক ডেস্কঃ
একে-৪৭ রাইফেল হাতে নিয়ে কিয়েভ রক্ষায় রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে কিয়েভের একটি রাস্তায় সাক্ষাৎকার দেওয়ার সময় রাইফেলটি তিনি হাতে তুলে নেন।
পেট্রো পোরোশেঙ্কো বলেন, রাশিয়ার সেনারা কিয়েভ দখল করতে চাইলে তিনি রাস্তায় নেমে যুদ্ধ করবেন। এ সময় তিনি রাইফেল ও দুইটি মেশিন গান দেখান।
তিনি সিএনএনকে বলেন, ‘ভ্লাদিমির পুতিন পাগল, শয়তান। তিনি এখানে ইউক্রেনীয়দের হত্যা করতে এসেছেন।
পেট্রো পোরোশেঙ্কো আরও বলেন, আমি শুধু ঘোষণা করতে চাই, পুতিন ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যুক্ত হওয়া ঠেকাতে পারবেন না।
২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পোরোশেঙ্কো।
এদিকে আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের সময় পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে উচ্চ-পর্যায়ে আলোচনার জন্য প্রস্তত রাশিয়া।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া ইউক্রেনীয় পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করতে প্রস্তুত।’