খেলাধূলা ডেস্ক:
ফুটবল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান হু স্কোর্ডের বিবেচনায় চলতি দশকে বার্সেলোনার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। লিওর পরেই তার ক্লাবের দ্বিতীয় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র।
২০১০ সালের পর থেকে হওয়া স্প্যানিশ লীগ এবং চ্যাম্পিয়ন্স লীগের উভয় আসরে সব মিলিয়ে সর্বমোট ৬১৮ টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। গড়ে ৮.৬২ রেটিং নিয়ে সেরা নির্বাচিত হয়েছেন মেসি। দ্বিতীয়স্থানে থাকা নেইমারের সংগ্রহ ৮.১১ পয়েন্টস!
গত এক দশকে বার্সেলোনার জার্সিতে লিও মেসির পরিসংখ্যান
রেটিং – ৮.৬২
ম্যাচ – ৪৩৬
গোল – ৪৫৭
এসিস্ট – ১৬১
শটস (ম্যাচ প্রতি) – ৫.০
কি পাস – ২.৩
ড্রিবল (ম্যাচ প্রতি) – ৪.৫
গত দশকে বার্সার সেরা পাঁচ রেটিংধারী ফুটবলার
মেসি – ৮.৬২
নেইমার – ৮.১১
সুয়ারেজ – ৭.৬৬
আলভেজ – ৭.৪১
ফ্যাব্রিগ্যাস – ৭.৩৫