খেলাধূলা:
১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ চারে উঠেছিল অস্ট্রেলিয়া। এই দুই দলের কেউই ফাইনালে উঠতে পারেনি। ফাইনালে উঠেছে তৃতীয় অবস্থানে থেকে লিগ পর্ব শেষ করা ইংল্যান্ড ও চতুর্থ অবস্থানে থেকে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড।
এবার অনুষ্ঠিত হচ্ছে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এর আগের ১১ আসরের মধ্যে অস্ট্রেলিয়া পাঁচবার, ওয়েস্ট ইন্ডিজ দুইবার, ভারত দুইবার, পাকিস্তান একবার ও শ্রীলঙ্কা একবার করে শিরোপা জয় করে। অস্ট্রেলিয়া ও ভারত এবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নেয় ভারত। আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। দশটি দলের অংশগ্রহণে শুরু হয় এবারের বিশ্বকাপের আসর। লিগ পর্ব থেকে বিদায় নেয় ছয়টি দল। সেমিফাইনাল থেকে বিদায় নিল ২টি দল। এবার শুধু শিরোপা নির্ধারণী লড়াইয়ের অপেক্ষা।