ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘এক সপ্তাহের মধ্যে আইএস মুক্ত হবে সিরিয়া-ইরাক’

অন্তর্জাতিক ডেস্কঃ

আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়া ও ইরাককে পুরোপুরি আইএসমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জঙ্গি দমনে অনেকটাই সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার ওয়াশিংটন ডিসিতে আইএসবিরোধী বহুজাতিক জোটের শরিকদের এক সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এসময় তিনি বলেন, ওই এলাকার দখল ওরা হারিয়েছে। আইএস এর খিলাফত ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

তবে ওই জঙ্গি দলের ক্ষুদ্র একটি অংশ এখনও টিকে আছেন এবং তারাও একসময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আইএসএর বিদেশি যোদ্ধারা যাতে কোনোভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

গত বছরের ডিসেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, সিরিয়ায় দুই হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে, তিনি ধীরে ধীরে এ সেনা সংখ্যা কমিয়ে আনতে চান। পরে অবশ্য এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি যুক্তরাষ্ট্র।

সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর ঘোষণা ছাড়াও আফগানিস্তান থেকে অর্ধেক সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে তালেবানের সঙ্গে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছে তালেবান নেতারা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

‘এক সপ্তাহের মধ্যে আইএস মুক্ত হবে সিরিয়া-ইরাক’

আপডেট সময় ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
অন্তর্জাতিক ডেস্কঃ

আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়া ও ইরাককে পুরোপুরি আইএসমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জঙ্গি দমনে অনেকটাই সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার ওয়াশিংটন ডিসিতে আইএসবিরোধী বহুজাতিক জোটের শরিকদের এক সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এসময় তিনি বলেন, ওই এলাকার দখল ওরা হারিয়েছে। আইএস এর খিলাফত ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

তবে ওই জঙ্গি দলের ক্ষুদ্র একটি অংশ এখনও টিকে আছেন এবং তারাও একসময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আইএসএর বিদেশি যোদ্ধারা যাতে কোনোভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

গত বছরের ডিসেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, সিরিয়ায় দুই হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে, তিনি ধীরে ধীরে এ সেনা সংখ্যা কমিয়ে আনতে চান। পরে অবশ্য এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি যুক্তরাষ্ট্র।

সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর ঘোষণা ছাড়াও আফগানিস্তান থেকে অর্ধেক সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে তালেবানের সঙ্গে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছে তালেবান নেতারা।