বিনোদন:
বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই বিয়ে ভাঙার খবরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। নিন্দুকদের সেই রটনার মুখে ছাই দিয়ে দিব্যি ছুটি কাটাতে তাসকানি চলে গেছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।
জো জোনাস আর সোফি টার্নানের বিয়ের পরেই বোধহয় তাদের মনেও নিজেদের মতো করে সময় কাটানোর ইচ্ছে জেগেছিল। তাই ভেকেশনে গিয়ে ভীষণ রোম্যান্টিক ভাবেই দিন কাটাচ্ছেন যুগলে। ইতিমধ্যেই ছুটির অনেক ভিডিও পোস্ট হয়েছে সোশ্যালে। সেখান সব থেকে বেশি চোখ টেনেছে রোম্যান্টিক গানের ছন্দে নিয়াঙ্কার নাচ। খাটো কালো ড্রেসে পিগি যথারীতি হট। নিক পরেছেন টি-শার্ট আর ডেনিম। ব্যাকগ্রাউন্ডে তখন সূর্য অস্ত যাচ্ছে। সব মিলিয়ে চূড়ান্ত রোম্যান্টিসিজমে মোড়া এই দৃশ্য।
নিক এই ভিডিও-র নীচে ক্যাপশন দিয়েছেন একটু অন্যরকমভাবে। ইতালির পতাকার সঙ্গে ভালোবাসার ইমোজি। কেউ বলেছেন, সূর্যাস্তের থেকেও সুন্দর নিয়াঙ্কা। কারোর মতে, ওরা এখনও ভীষণ উষ্ণ।
পোস্ট থেকে ভক্তেরা আনন্দে ডগমগ। তাদের কথায়, এরকমই থাকুন সারাজীবন। এর আগের পোস্টে নিক ইতালিতে ডেটিংয়ের রাতে একসঙ্গে পাস্তা বানানোর ভিডিও শেয়ার করেছেন।