বিনোদন ডেস্কঃ
গত কয়েক বছরের চেয়ে এবার দেশের সঙ্গীতাঙ্গনের অবস্থা অনেকটাই ভালো। একক গান ও মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে রেকর্ডসংখ্যক। সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ এবার ১৫টি একক গান ও ১৫টি মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে।
সেই তালিকায় রয়েছে তাহসানের কণ্ঠে একক গান ‘বিশেষ কারণে’। ‘মনের কিনারায়’ শিরোনামের গানটি প্রকাশ হবে হাবিবের কণ্ঠে। গানটি লিখেছেন সুহূদ সুফিয়ান। সুর ও সঙ্গীত করেছেন হাবিব ওয়াহিদ। কাজী শুভর কণ্ঠে একক গান ‘বনমালী’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি সুর করেছেন কাজী শুভ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। আরো রয়েছে ইমরান ও পড়শীর কণ্ঠে ডুয়েট গান ‘আবদার’। তামিম মৃধার কণ্ঠে একক গান ‘শেষটা সুন্দর’। লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীত করেছেন তাহসীন আহমেদ।
এই আয়োজন প্রসঙ্গে সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘গানের বিষয়ে সবসময় ভালো কিছু করার চেষ্টা থাকে। এবারো সর্বাধিক তারকাবহুল গান নিয়ে আমাদের ঈদ আয়োজন। আশা করি ঈদে শ্রোতাদের বাড়তি আনন্দ যোগ করবে এই গানগুলো।’