জাতীয় ডেস্কঃ
বনানীর আগুনের উত্তাপ না কমতেই এবার রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট সেখানে যোগ দেয়। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরো জানান, কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র্যা ব-পুলিশ তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।