অন্তর্জাতিক ডেস্কঃ
এবার পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে ভারত সরকার। এর কয়েক ঘণ্টা আগে ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করার কথা জানায় পাকিস্তান। আটক ভারতীয় দুই পাইলটের মধ্যে একজনের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান।
এদিকে ভারতও জানিয়েছে তাদের এক পাইলট নিখোঁজ রয়েছেন। তার নাম অভিনন্দন।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু’র প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। এ ঘটনা অস্বীকার করেছেন মেজর গফুর। তিনি বলেন, তাদের অপারেশনে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি।