অন্তর্জাতিক ডেস্কঃ
ছয় বিশ্ব শক্তির সঙ্গে করা পারমাণবিক চুক্তি পরিত্যাগ করতে পারে ইরান। বুধবার মন্ত্রী পরিষদে এমন সতর্কবার্তা শোনান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার এই বার্তায় চুক্তিটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে সরে যাবার ঘোষণা দেওয়ার পর এর ইউরোপীয় অংশীদাররা চুক্তিটি রক্ষার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
খামেনি মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, তাদের উচিৎ (ইউরোপের ওপর) চুক্তি রক্ষায় বা অর্থনৈতিক অবস্থার উন্নতির আশা না রাখা।
খামেনি বলেন, পারমাণবিক চুক্তি হচ্ছে একটা উপায়, মূল লক্ষ্য নয়। আর আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হই যে এটা আমাদের জাতীয় স্বার্থের কাজে লাগবে না, আমরা এটা পরিত্যাগ করতে পারি।
খামেনি আরো বলেন, ইরান কখনোই অভদ্র ও মারমুখী মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসবে না।