ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এবার বড়পর্দায় নচিকেতার ‘নীলাঞ্জনা’

বিনোদন ডেস্কঃ
দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গান গেয়ে দুই বাংলাতে সমান জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জীবনমুখী গায়ক নচিকেতা এবার ছবি পরিচালনায় আসছেন। ছবির শিরনাম নব্বইয়ের দশকে তার জনপ্রিয় গান ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’। ছবির চিত্রনাট্য সাজানোর কাজ করছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এপ্রিল থেকে শুটিং শুরু হওয়ার কথা।
নচিকেতা ও তাঁর নীলাঞ্জনাকে নিয়ে যখন গল্প, তখন ছবি যে মিউজিক্যাল হবে বলাই বাহুল্য। নচিকেতার জনপ্রিয় কয়েকটি গান যেমন এ ছবিতে থাকবে, তেমনই থাকছে নতুন গান। যার কথা ও সুর অবশ্যই পরিচালকের। আরো একটা চমক হল যে, নীলাঞ্জনার গলায় গান গাইবে নচিকেতার মেয়ে ধানসিঁড়ি।
পরিচালনার পাশাপাশি নচিকেতা এ ছবিতে অভিনয়ও করবেন। নীলাঞ্জনার ভূমিকায় কাকে দেখা যাবে? রহস্যটা ভাঙতে চাইলেন না পরিচালক বা প্রযোজক কেউই। তবে কাস্টিংয়ে যে চমক থাকবে, তা নিয়ে দ্বিমত নেই।
ভক্তরা কি জানতে পারবেন তাঁদের নচিদার নীলাঞ্জনা আসলে কে? ‘‘স্পষ্ট করে বলে দেওয়াটা উচিত নয়। তবে একটা আভাস নিশ্চয়ই দেব,’’ ফের রহস্য নচিকেতার গলায়!
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

এবার বড়পর্দায় নচিকেতার ‘নীলাঞ্জনা’

আপডেট সময় ০৬:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
বিনোদন ডেস্কঃ
দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গান গেয়ে দুই বাংলাতে সমান জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জীবনমুখী গায়ক নচিকেতা এবার ছবি পরিচালনায় আসছেন। ছবির শিরনাম নব্বইয়ের দশকে তার জনপ্রিয় গান ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’। ছবির চিত্রনাট্য সাজানোর কাজ করছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এপ্রিল থেকে শুটিং শুরু হওয়ার কথা।
নচিকেতা ও তাঁর নীলাঞ্জনাকে নিয়ে যখন গল্প, তখন ছবি যে মিউজিক্যাল হবে বলাই বাহুল্য। নচিকেতার জনপ্রিয় কয়েকটি গান যেমন এ ছবিতে থাকবে, তেমনই থাকছে নতুন গান। যার কথা ও সুর অবশ্যই পরিচালকের। আরো একটা চমক হল যে, নীলাঞ্জনার গলায় গান গাইবে নচিকেতার মেয়ে ধানসিঁড়ি।
পরিচালনার পাশাপাশি নচিকেতা এ ছবিতে অভিনয়ও করবেন। নীলাঞ্জনার ভূমিকায় কাকে দেখা যাবে? রহস্যটা ভাঙতে চাইলেন না পরিচালক বা প্রযোজক কেউই। তবে কাস্টিংয়ে যে চমক থাকবে, তা নিয়ে দ্বিমত নেই।
ভক্তরা কি জানতে পারবেন তাঁদের নচিদার নীলাঞ্জনা আসলে কে? ‘‘স্পষ্ট করে বলে দেওয়াটা উচিত নয়। তবে একটা আভাস নিশ্চয়ই দেব,’’ ফের রহস্য নচিকেতার গলায়!