তথ্রপ্রযুক্তিঃ
জনপ্রিয়তা হয়ত তলানিতে, তবে ব্যবহারকারীর নিরাপত্তায় নকিয়া ফোনের জুড়ি মেলা এখনো ভার। তারই প্রমাণ মিলল সম্প্রতি, যখন এক ব্যবহারকারীর প্রাণ বাঁচল নকিয়া ফোনের কারণে।
মোদ্দা ঘটনাটা হল, আফগানিস্তানে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়, সেই গুলি রীতিমতো আটকে দিয়েছে নকিয়া মোবাইল!
এই তথ্য মোবাইল ফোনের ছবি-সহ নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছেন মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার পিটার স্কিলম্যান।
জানা গেছে, ব্যক্তির পকেটে থাকা নকিয়া ফোনটিতে বুলেট এসে লাগে এবং তা ভেদ করে ব্যক্তির শরীরে কোনও আঘাত করতে পারেনি সেটি।
পিটার স্কিলম্যানের টুইট থেকে আফগানিস্তানের ওই নকিয়া ব্যবহারকারী এবং গোটা ঘটনা সম্পর্কে আর বিশেষ কোনো তথ্য জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে তা টুইটারের শেয়ার হলে রীতিমতো ঝড় উঠে সেখানে।
কিছু দিন আগে প্রায় একই রকম আরেকটি ঘটনা ঘটে দক্ষিণ আফ্রিকায়। কেপ টাউনের এক ব্যবসায়ীকে ঘিরে ধরে মাফিয়ারা। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় নাইন এমএম পিস্তল থেকে। কাকতালীয়ভাবে ওই গুলি ব্যবসায়ীর বুক থেকে ছিটকে আসে। বেঁচে যান ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর জ্যাকেটের পকেটে ছিল হয়াওয়ের পি৮ লাইট ফোন। সেই ফোনেই গুলি লেগে ছিটকে বেরিয়ে যায়।