ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এবার ‘মোটরযান আইনে’ জরিমানা নিয়ে গুজব

জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নতুন মোটরযান সংশোধন আইন’ নিয়ে যে প্রচার চলছে তাকে গুজব বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এক তথ্য বিবরণীতে বলা হয়েছে এই নামে কোনো আইন নেই এবং এর আওতায় যে জরিমানার প্রচার চলছে ফেসবুকে, তার সত্যতা নেই।

রবিবার এই তথ্য বিবরণী দেওয়া হয়। এতে বলা হয়, “প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ নামে কোন আইন বাংলাদেশে নেই।”

‘২০১৮ সালে জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ চলছে।’

এ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বানও জানানো হয় তথ্য বিবরণীতে।

গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি চার্ট ঘুরে বেড়াচ্ছে। এতে সিটবেল্ট ছাড়া গাড়ি, হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে, যানবাহন চালানোর লাইসেন্স না থাকলে, বিপজ্জনক বা মদ্যপ অবস্থায় অথবা ‘দ্রুত গতিতে’ গাড়ি চালালে বর্ধিত সাজার পরিমাণ কত, সেটির উল্লেখ আছে। জানানো হচ্ছে ‘আগের জরিমানার হারও।’   চার্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চালকদের মধ্যে নানা প্রতিক্রিয়াও তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেছেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরও। তিনি বলেন, ‘এগুলো অহেতুক, নামটা যেমন ভুল, তেমনি এসব জরিমানার হারও মনগড়া। স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য মালিক-শ্রমিককে উস্কে দেওয়ার জন্য চক্রান্ত ও পাঁয়তারা করেছে।’

সম্প্রতি পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়ে সারাদেশে। ফেসবুককে কেন্দ্র করে ছড়িয়ে দেওয়া ওই গুজবে বিশ্বাস করে গণপিটুনিতে বেশ কয়েকজনকে হত্যার ঘটনাও ঘটে। সে সময় সারাদেশে বিদ্যুৎ বন্ধ করে ঘর থেকে শিশুদেরকে ধরে নিয়ে যাওয়ার মতো অদ্ভুত কথাও ছড়িয়ে দেওয়া হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরের ৭ শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

এবার ‘মোটরযান আইনে’ জরিমানা নিয়ে গুজব

আপডেট সময় ০১:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নতুন মোটরযান সংশোধন আইন’ নিয়ে যে প্রচার চলছে তাকে গুজব বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এক তথ্য বিবরণীতে বলা হয়েছে এই নামে কোনো আইন নেই এবং এর আওতায় যে জরিমানার প্রচার চলছে ফেসবুকে, তার সত্যতা নেই।

রবিবার এই তথ্য বিবরণী দেওয়া হয়। এতে বলা হয়, “প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ নামে কোন আইন বাংলাদেশে নেই।”

‘২০১৮ সালে জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ চলছে।’

এ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বানও জানানো হয় তথ্য বিবরণীতে।

গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি চার্ট ঘুরে বেড়াচ্ছে। এতে সিটবেল্ট ছাড়া গাড়ি, হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে, যানবাহন চালানোর লাইসেন্স না থাকলে, বিপজ্জনক বা মদ্যপ অবস্থায় অথবা ‘দ্রুত গতিতে’ গাড়ি চালালে বর্ধিত সাজার পরিমাণ কত, সেটির উল্লেখ আছে। জানানো হচ্ছে ‘আগের জরিমানার হারও।’   চার্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চালকদের মধ্যে নানা প্রতিক্রিয়াও তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেছেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরও। তিনি বলেন, ‘এগুলো অহেতুক, নামটা যেমন ভুল, তেমনি এসব জরিমানার হারও মনগড়া। স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য মালিক-শ্রমিককে উস্কে দেওয়ার জন্য চক্রান্ত ও পাঁয়তারা করেছে।’

সম্প্রতি পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়ে সারাদেশে। ফেসবুককে কেন্দ্র করে ছড়িয়ে দেওয়া ওই গুজবে বিশ্বাস করে গণপিটুনিতে বেশ কয়েকজনকে হত্যার ঘটনাও ঘটে। সে সময় সারাদেশে বিদ্যুৎ বন্ধ করে ঘর থেকে শিশুদেরকে ধরে নিয়ে যাওয়ার মতো অদ্ভুত কথাও ছড়িয়ে দেওয়া হয়।