ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার লন্ডনে মসজিদের বাইরে মুসলিমের ওপর হামলা

অন্তর্জাতিক ডেস্কঃ

এবার পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে হামলার শিকার হলেন এক মুসলিম ব্যক্তি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

জানা যায়, হামলার শিকার ওই ব্যক্তির বয়স ২৭ বছর এবং মাথায় আঘাত পেয়েছেন তিনি।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তিন শ্বেতাঙ্গ ব্যক্তি একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিদ্বেষী কথা বলছিল। এছাড়া সেখানে শুক্রবারের জুম্মার নামাজে অংশ নেয়া মুসল্লিদের ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করছিল।

এসময় কয়েকজন ওইসব ব্যক্তির গাড়ি ধাওয়া করলে এক মুসলমান ব্যক্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় তারা।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তথ্য সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি মিরর।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

এবার লন্ডনে মসজিদের বাইরে মুসলিমের ওপর হামলা

আপডেট সময় ১১:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
অন্তর্জাতিক ডেস্কঃ

এবার পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে হামলার শিকার হলেন এক মুসলিম ব্যক্তি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

জানা যায়, হামলার শিকার ওই ব্যক্তির বয়স ২৭ বছর এবং মাথায় আঘাত পেয়েছেন তিনি।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তিন শ্বেতাঙ্গ ব্যক্তি একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিদ্বেষী কথা বলছিল। এছাড়া সেখানে শুক্রবারের জুম্মার নামাজে অংশ নেয়া মুসল্লিদের ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করছিল।

এসময় কয়েকজন ওইসব ব্যক্তির গাড়ি ধাওয়া করলে এক মুসলমান ব্যক্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় তারা।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তথ্য সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি মিরর।