ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার সর্বদলীয় ব্রেক্সিট-প্রস্তাব চান থেরেসা মে

অন্তর্জাতিক ডেস্কঃ

অনাস্থা প্রস্তাবে অল্পের জন্য টিকে যাওয়ার পর ব্রেক্সিট বাস্তবায়নে সব দলের সমন্বয়ে প্রস্তাব তৈরির ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে চুক্তি ছাড়া ইইউ ত্যাগের পরিকল্পনা (নো ব্রেক্সিট ডিল) বাদ দেয়া না হলে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন না বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। বিবিসি।

বুধবার রাতে অনাস্থা ভোটে অল্পের জন্য টিকে যায় থেরেসা মে’র সরকার। তার বিপক্ষের ভোট পড়ে ৩০৬টি। পক্ষে পড়ে ৩২৫টি। এর একদিন আগে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কিভাবে ত্যাগ করবে সে ব্যাপারে তার প্রস্তাব বিপুল ভোটে প্রত্যাখ্যান করে ব্রিটিশ সংসদ।

নতুন করে মে বলেন, তিনি উদার মন নিয়ে আলোচনা শুরু করতে চান। গঠনমূলক চেতনা নিয়ে কাজ করতে চান।

ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখাত হওয়ায় নতুন করে ২১ জানুয়ারি সংশোধিত প্রস্তাব দেবেন মে। এ নিয়ে আবার ভোট হবে ২৯ জানুয়ারি।

এবার সর্বদলীয় ব্রেক্সিট-প্রস্তাব চান থেরেসা মে

নতুন প্রস্তাব সবাইকে নিয়ে তৈরি করতে চান মে। এরই মধ্যে লিবডেম, এসএনপি দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সবাইকে ব্যক্তি ও দলের স্বার্থের বাইরে এসে কাজ করার আহ্বান তার।

মে বলেন, ‘এটা কোন সহজ কাজ নয়। তবে সংসদ সদস্যদের দায়িত্ব দেশের স্বার্থে কাজ করা এবং ঐক্যমত্যের মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়ন করা।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরের ‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন।বিএনপির নেতাকর্মী সহ এলাকায় তোলপাড়! 

এবার সর্বদলীয় ব্রেক্সিট-প্রস্তাব চান থেরেসা মে

আপডেট সময় ০৫:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
অন্তর্জাতিক ডেস্কঃ

অনাস্থা প্রস্তাবে অল্পের জন্য টিকে যাওয়ার পর ব্রেক্সিট বাস্তবায়নে সব দলের সমন্বয়ে প্রস্তাব তৈরির ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে চুক্তি ছাড়া ইইউ ত্যাগের পরিকল্পনা (নো ব্রেক্সিট ডিল) বাদ দেয়া না হলে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন না বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। বিবিসি।

বুধবার রাতে অনাস্থা ভোটে অল্পের জন্য টিকে যায় থেরেসা মে’র সরকার। তার বিপক্ষের ভোট পড়ে ৩০৬টি। পক্ষে পড়ে ৩২৫টি। এর একদিন আগে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কিভাবে ত্যাগ করবে সে ব্যাপারে তার প্রস্তাব বিপুল ভোটে প্রত্যাখ্যান করে ব্রিটিশ সংসদ।

নতুন করে মে বলেন, তিনি উদার মন নিয়ে আলোচনা শুরু করতে চান। গঠনমূলক চেতনা নিয়ে কাজ করতে চান।

ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখাত হওয়ায় নতুন করে ২১ জানুয়ারি সংশোধিত প্রস্তাব দেবেন মে। এ নিয়ে আবার ভোট হবে ২৯ জানুয়ারি।

এবার সর্বদলীয় ব্রেক্সিট-প্রস্তাব চান থেরেসা মে

নতুন প্রস্তাব সবাইকে নিয়ে তৈরি করতে চান মে। এরই মধ্যে লিবডেম, এসএনপি দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সবাইকে ব্যক্তি ও দলের স্বার্থের বাইরে এসে কাজ করার আহ্বান তার।

মে বলেন, ‘এটা কোন সহজ কাজ নয়। তবে সংসদ সদস্যদের দায়িত্ব দেশের স্বার্থে কাজ করা এবং ঐক্যমত্যের মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়ন করা।’