শামীম আহম্মেদ, মুরাদনগর:
ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজার রোববার বিকেলে পরিদর্শণ করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
পরিদর্শনের সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপিকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তখন আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপিও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদেরকে শান্তনা দেন এবং যথাসাধ্য সহযোগিতা করারও আশ^াস প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার ও রামচন্দ্রপুর বাজার কমিটির সভাপতি হাজী জীবন মিয়া মেম্বার প্রমুখ।
রোববার সকাল আনুমানিক ৬টায় ওই বাজারের মসজিদ মার্কেটে ওই ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৬ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।