জাতীয় ডেস্কঃ
সম্মিলিত সামরিক হাসপাতালের নীবিড় পরিচর্চা কেন্দ্রে চিকিৎসাধীন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি চিকিৎকদের বরাত দিয়ে জানান, চব্বিশ ঘণ্টায় হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান শারীরিক অবস্থার পঁচিশ শতাংশ উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শংকামুক্ত নয়। সংক্রমন যেনো না বাড়ে সেজন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে বলেও জানান ছোট ভাই জি.এম.কাদের।
এদিকে, জি এম কাদের আজ বৃহস্পতিবার সকালে মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে নেতাকর্মীদেরকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন। বাসস