বিনোদন ডেস্কঃ
সিনেমার পাশাপাশি ভালো গান পেলেই ভিডিওর মডেল হন চিত্রনায়ক আসিফ ইমরোজ। এর আগে অনেকের সঙ্গে পর্দা ভাগ করলেও এবারই প্রথম মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানের সঙ্গে জুটি বেঁধে গানের মডেল হলেন তিনি।
এস এস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে ১০ই জানুয়ারি সন্ধ্যায় ‘বায়না মন’ গানটি প্রকাশ পাবে। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাল।
গানটি প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করে আসলাম। গান ও ভিডিও দর্শকদের অনেক পছন্দ হবে।
নির্মাতা ওসমান মিরাজ বলেন, আমি চেষ্টা করেছি ভালোভাবে ‘বায়না মন’ গানটির ভিডিওটি নির্মাণ করতে। কাজটি নিয়ে আশাবাদী