জাতীয় ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের মানুষ কলঙ্কিত নির্বাচন মেনে নেয়নি।দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে এ সরকার।বর্তমান সরকার লুটপাট করে উৎসব করছে। এ সরকার ভোট ডাকাতি করা সরকার। ভোট ডাকাতি করে বেশিদিন টিকতে পারবে না। ভোটের দিন প্রায় ২২জন নেতাকর্মীসহ ভোটারদের হত্যা করেছে। এ দেশের মানুষ দীর্ঘদিন পরে ভোটের সুযোগ পেয়েছিল। বিএনপির নেতাকর্মীদের স্ত্রীদের ওপর নির্যাতন করছে এ সরকারের দালালরা।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি এই সরকার ও এই সিইসির অধীনের কোনো নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট। উপজেলা নির্বাচনেও নয়। জনগণের ভোটাধিকার হরণ করে তারা বিজয় উৎসব করছে। কিন্তু আওয়ামী লীগ সরকার পুলিশ, সেনাবাহিনী ও র্যাব দিয়ে ভোট ডাকাতি করেছে। একের পর এক নারীকে ধর্ষণ করছে।’
পরে ইউনিয়নের পূর্ব খলাইঘাটে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।
এ সময় মির্জার ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, জাফর উল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-২ আসনের রোকন উদ্দিন বাবুল ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক।