খেলাধূলা ডেস্কঃ
ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৮ মার্চ। সেই ম্যাচের দুদিন আগেও মুশফিকুর রহিমের খেলা নিয়ে কোনো আশার সংবাদ দিতে পারছে না। যদিও ওয়েলিংটনে বুধবার নেটে ব্যাট করেছেন।
কব্জির ইনজুরিতে ভোগছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তাছাড়া পাঁজরের ইনজুরিও রয়েছে। যে কারণে হ্যামিল্টনে দু’দলের মধ্যে প্রথম ম্যাচেও তিনি খেলতে পারেননি। বুধবার বেশকিছু সময় নেট সেশনে অংশ নেন মুশফিক। তবে এরপরও আশার কথা জানাতে পারেননি দলের কোচ স্টিভ রুডস।
তিনি বলেন, আজ সে প্রকৃত অর্থে অনুশীলন করেছে। আমরা টেনিস, রাবার ও ক্রিকেট বল নিয়ে কাজ করেছি। তবে যখনই সে বলে হিট করেছে তখনও লিগামেন্টে কিছু ব্যাথা ছিল।
তামিম ইকবালও আজ অনুশীলন করেছেন। তার বিষয়ে রুডস বলেন, তামিম এর অবস্থা ভালো। সে গত ম্যাচে বেশ খেলেছে এবং ২০০ রান করেছে। এদিকে বিসিবি সভাপতি সোমবার জানিয়েছেন সাকিব কেবল তৃতীয় টেস্টে খেলতে পারবে। তাই হ্যামিল্টনে তার খেলা হচ্ছে না।