অন্তর্জাতিক:
রাহুল গান্ধীর উত্তরসূরি খুঁজতে নাজেহাল কংগ্রেস। এ অবস্থায় নেতারা সোনিয়া গান্ধীকে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হতে অনুরোধ জানান। কিন্তু তিনি সভাপতি হতে রাজি হননি।
এদিকে কর্নাটক ও গোয়ায় বিজেপির ‘আগ্রাসনের’ প্রতিবাদে অন্য বিরোধীদের নিয়ে সংসদ চত্বরে সোনিয়ার সঙ্গে অনশনে বসেছেন রাহুল গান্ধী। আর বক্তৃতায় নিজের নির্বাচনী কেন্দ্র ওয়েনাডে কৃষকদের দুর্দশা ও আত্মহত্যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন।
আপনি অন্তর্বর্তী সভাপতি হচ্ছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর না দিয়ে সোনিয়া শুধু হাসেন। রাজ্যে রাজ্যে যখন বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে, সেই পরিস্থিতিতে গান্ধী পরিবারকেই নেতৃত্বে চাইছে দলের সিংহভাগ।