ধর্ম ও জীবন ডেস্কঃ
কওমি সনদের ঐতিহাসিক স্বীকৃতি উপলক্ষে কাতার প্রবাসীদের আয়োজনে কওমি ওয়ার্ল্ড স্মরণিকার প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, ‘কওমি মাদ্রাসা আদর্শ নাগরিক তৈরির কারখানা ও ইসলামি শিক্ষার সূতিকাগার। জাতির স্বার্থেই এ শিক্ষাব্যবস্থা স্বকীয়তা বজায় রাখা জরুরি। কওমি স্বীকৃতি কোরআন-সুন্নাহর খেদমতে নতুন দিগন্ত সৃষ্টি করবে।’
উপস্থিত ছিলেন আলনূর কালচারাল সেন্টার শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, চাঁদপুর সমিতির সেক্রেটারি ওমর শরিফ, লেখক সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী। সভাপতি দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।