ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কঙ্গনা ‘দেশের গাদ্দার’: রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্কঃ

স্বাধীনতা নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। এবার সেই বিতর্ক আরও উশকে দিলেন রাখি সাওয়ান্ত। কঙ্গনাকে সম্প্রতি একটি পোস্টে একহাত নিয়েছেন রাখি। আর তার পরেই রাখির জয়জয়কার শুরু করেছেন তার অনুরাগীরা। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমে স্বাধীনতাকে ‘ভিক্ষা’ বলে সম্বোধন করেন কঙ্গনা। সেই মন্তব্যের জেরেই ইনিস্টাগ্রামের এক পোস্টে রাখি কঙ্গনাকে বলেন, ‘দেশ কি গাদ্দার হ্যায় দিদি’। সঙ্গে রাখি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে কঙ্গনা হাতে বুম নিয়ে কিছু বলছেন। কিন্তু তার কণ্ঠের বদলে শোনা যাচ্ছে কুকুরের ডাক। 

রাখি এই ভিডিও শেয়ার করতেই নেটদুনিয়ায় তার প্রশংসায় পঞ্চমুখ হন তার ভক্তরা। সেখানে কেউ রাখিকে বলেন, “জাতীয় ক্রাশ”। কেউ আবার বলেন “কুইন অফ মিম”। একজন রাখির সম্পর্কে লেখেন, “এসবের বিরুদ্ধে রাখিই একমাত্র আওয়াজ ওঠাতে পারে।” 

তবে পাশাপাশি রাখির বিরুদ্ধে আর কঙ্গনার হয়েও কমেন্ট করেছেন কেউ কেউ। কেউ লিখেছেন, “রাখির আসলে হিংসে হচ্ছে।” 

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা আসলে ছিল ভিক্ষা। আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছে। কঙ্গনার এই মন্তব্যের জন্য তার থেকে পদ্মশ্রীও ফেরত নিয়ে নেওয়ার দাবি করেন অনেকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কঙ্গনা ‘দেশের গাদ্দার’: রাখি সাওয়ান্ত

আপডেট সময় ০১:২৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্কঃ

স্বাধীনতা নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। এবার সেই বিতর্ক আরও উশকে দিলেন রাখি সাওয়ান্ত। কঙ্গনাকে সম্প্রতি একটি পোস্টে একহাত নিয়েছেন রাখি। আর তার পরেই রাখির জয়জয়কার শুরু করেছেন তার অনুরাগীরা। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমে স্বাধীনতাকে ‘ভিক্ষা’ বলে সম্বোধন করেন কঙ্গনা। সেই মন্তব্যের জেরেই ইনিস্টাগ্রামের এক পোস্টে রাখি কঙ্গনাকে বলেন, ‘দেশ কি গাদ্দার হ্যায় দিদি’। সঙ্গে রাখি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে কঙ্গনা হাতে বুম নিয়ে কিছু বলছেন। কিন্তু তার কণ্ঠের বদলে শোনা যাচ্ছে কুকুরের ডাক। 

রাখি এই ভিডিও শেয়ার করতেই নেটদুনিয়ায় তার প্রশংসায় পঞ্চমুখ হন তার ভক্তরা। সেখানে কেউ রাখিকে বলেন, “জাতীয় ক্রাশ”। কেউ আবার বলেন “কুইন অফ মিম”। একজন রাখির সম্পর্কে লেখেন, “এসবের বিরুদ্ধে রাখিই একমাত্র আওয়াজ ওঠাতে পারে।” 

তবে পাশাপাশি রাখির বিরুদ্ধে আর কঙ্গনার হয়েও কমেন্ট করেছেন কেউ কেউ। কেউ লিখেছেন, “রাখির আসলে হিংসে হচ্ছে।” 

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা আসলে ছিল ভিক্ষা। আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছে। কঙ্গনার এই মন্তব্যের জন্য তার থেকে পদ্মশ্রীও ফেরত নিয়ে নেওয়ার দাবি করেন অনেকে।