আন্তর্জাতিক ডেস্ক:
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে পরিচালিত এক সামরিক অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) এর সদস্যদের নিয়মিত হামলার কারণে ওই এলাকায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছিল। গত ৩০ অক্টোবর থেকে জেনারেল জ্যাকুয়েস এনডুরু এর নেতৃত্বে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সামরিক অভিযানের সময় দেশটির সাত সৈন্যও নিহত হয়েছে।
আফ্রিকার আরেক দেশ উগান্ডার জঙ্গি বিদ্রোহী গোষ্ঠী এডিএফ কঙ্গো ও উগান্ডার সীমান্ত বরারব অঞ্চলে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে।
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দীর্ঘদিন পরও কঙ্গোর পূর্বাঞ্চলে যে সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর রয়েছে এডিএফ তাদের অন্যতম।