ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

করিমপুর মাদরাসার মহা-সম্মেলনে বক্তারা নিশ্চই নামাজ সর্বপ্রকার অশ্লীল ও খারাপ কাজ থেতে বিরত রাখে

মো. হাবিবুর রহমান :

কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ’র দাওরায়ে হাদিস ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ২৬তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন শনিবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেছেন, পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ-তা’য়ালা বলেছেন, নিশ্চই নামাজ সর্বপ্রকার অশ্লীল ও খারাপ কাজ থেতে বিরত রাখে। আল্লাহ তা’য়ালার এ কথার দাবি হলো যে, যারা নামাজ পড়ে তারা কখনো অশ্লীল বা খারাপ কাজ করতে পারে না। কিন্তুু আমাদের সমাজে আমরা দেখতে পাই এমন মানুষও রয়েছে, যারা নামাজও পড়ে আবার গোনাহ’র কাজও করে।

বক্তারা আরো বলেন, ঐ ব্যক্তির নামাজই তাকে গোনাহর কাজ থেকে বিরত রাখবে, যিনি নিমমিত নামাজ পড়বে। কখনো নামাজ ছোটে যাবে না এবং নামাজ এমন ভাবে পড়বে তিনি যেন আল্লাহ তা’য়ালাকে দেখতে পাচ্ছেন। বক্তারা আরো বলেছেন, নামাজের মাজে এমন হবে যে, শয়তান চাইবে নামাজীর মনকে নামাজ থেকে দূরে সরিয়ে দুনিয়ার ফিকিরে মগ্ন রাখতে। কিন্তুু প্রকৃত নামাজির উচিৎ দুনিয়ার ফিকির থেকে মনকে সরিয়ে রবের দিকে একনিষ্ট রাখা। যখন কোন নামাজীর নামাজ এরূপ হবে, তখনি নামাজীকে তার নামাজ সর্বপ্রকার গোনাহর কাজ থেকে বিরত রাখবে।

এতে প্রধান প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ভারতের দারুল উলুম দেওবন্দের ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক সাম্ভলী। করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ’র প্রিন্সিপাল মুফতী আলহাজ্ব মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠিত ইসলামী মহা-সম্মেলনে আরো বয়ান করেন ব্রা‏হ্মনবাড়িয়ার জামিয়া দারুল আরকামের প্রিন্সিপাল সাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা সাজিদুর রহমান, ব্রা‏হ্মনবাড়িয়ার বেরতলা জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা যোবায়ের আহমদ আনসারী, ঢাকা সাভারের মারকাতুত তারবিয়াহ’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা খালিদ সাউফুল্লাহ আইয়ুবী, ব্রা‏হ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ঢাকা মুগদার জামিয়া ইসলামিয়া তা’লিমুস সুন্নাহ’র প্রিন্সিপাল মাওলানা মোস্তাকিম বিল্লাহ হামিদী, ভারতের মজলিসে ফিক্বহিয়্যাহ ইসলামিয়া ফেক্বাহ একাডেমির সদস্য মাওলানা মুফতী আবুল কাসেম মুহা. তাজুল ইসলাম প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

করিমপুর মাদরাসার মহা-সম্মেলনে বক্তারা নিশ্চই নামাজ সর্বপ্রকার অশ্লীল ও খারাপ কাজ থেতে বিরত রাখে

আপডেট সময় ০৭:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
মো. হাবিবুর রহমান :

কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ’র দাওরায়ে হাদিস ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ২৬তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন শনিবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেছেন, পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ-তা’য়ালা বলেছেন, নিশ্চই নামাজ সর্বপ্রকার অশ্লীল ও খারাপ কাজ থেতে বিরত রাখে। আল্লাহ তা’য়ালার এ কথার দাবি হলো যে, যারা নামাজ পড়ে তারা কখনো অশ্লীল বা খারাপ কাজ করতে পারে না। কিন্তুু আমাদের সমাজে আমরা দেখতে পাই এমন মানুষও রয়েছে, যারা নামাজও পড়ে আবার গোনাহ’র কাজও করে।

বক্তারা আরো বলেন, ঐ ব্যক্তির নামাজই তাকে গোনাহর কাজ থেকে বিরত রাখবে, যিনি নিমমিত নামাজ পড়বে। কখনো নামাজ ছোটে যাবে না এবং নামাজ এমন ভাবে পড়বে তিনি যেন আল্লাহ তা’য়ালাকে দেখতে পাচ্ছেন। বক্তারা আরো বলেছেন, নামাজের মাজে এমন হবে যে, শয়তান চাইবে নামাজীর মনকে নামাজ থেকে দূরে সরিয়ে দুনিয়ার ফিকিরে মগ্ন রাখতে। কিন্তুু প্রকৃত নামাজির উচিৎ দুনিয়ার ফিকির থেকে মনকে সরিয়ে রবের দিকে একনিষ্ট রাখা। যখন কোন নামাজীর নামাজ এরূপ হবে, তখনি নামাজীকে তার নামাজ সর্বপ্রকার গোনাহর কাজ থেকে বিরত রাখবে।

এতে প্রধান প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ভারতের দারুল উলুম দেওবন্দের ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক সাম্ভলী। করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ’র প্রিন্সিপাল মুফতী আলহাজ্ব মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠিত ইসলামী মহা-সম্মেলনে আরো বয়ান করেন ব্রা‏হ্মনবাড়িয়ার জামিয়া দারুল আরকামের প্রিন্সিপাল সাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা সাজিদুর রহমান, ব্রা‏হ্মনবাড়িয়ার বেরতলা জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা যোবায়ের আহমদ আনসারী, ঢাকা সাভারের মারকাতুত তারবিয়াহ’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা খালিদ সাউফুল্লাহ আইয়ুবী, ব্রা‏হ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ঢাকা মুগদার জামিয়া ইসলামিয়া তা’লিমুস সুন্নাহ’র প্রিন্সিপাল মাওলানা মোস্তাকিম বিল্লাহ হামিদী, ভারতের মজলিসে ফিক্বহিয়্যাহ ইসলামিয়া ফেক্বাহ একাডেমির সদস্য মাওলানা মুফতী আবুল কাসেম মুহা. তাজুল ইসলাম প্রমুখ।