জাতীয় ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জনে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৮২টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭১১টি। মোট পরীক্ষা করা হয়েছে ৯৩ হাজার ৪৯৭টি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক জনের। তিনি একজন পুরুষ।তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪০৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৮ জন। মোট আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ২ হাজার ৪৭৭ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন ১ লাখ ৯৭ হাজার ৮১১ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনা ভাইরাস প্রথম ছড়িয়েছে। এরপর গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়।