আন্তর্জাতিক :
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি ভাইরাসটি এরই মধ্যে বিশ্বের ১৯৭ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে বিশ্বব্যাপী ৪ লাখ ২২ হাজার ৬১৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, করোনায় এখন পরযন্ত বিশ্বব্যাপী ১৮ হাজার ৮৯২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ইতালিতেই মারা গেছেন ছয় হাজার ৭২০ জন। আরও করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১ জন। এছাড়া আস্তে আস্তে মৃত্যু মিছিল ভাড়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৭টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।