আন্তর্জাতিক ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৬ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮০ হাজার ৭৮৭ জনে দাঁড়ালো।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, গত মার্চের পর থেকে দৈনিক হিসাবে দেশটিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টার মৃতের এ সংখ্যা সর্বনিম্ন।
এদিকে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তের সংখ্যায় দেশটিতে অবস্থান শীর্ষে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনার আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ওয়ার্ল্ডোমিটার, জনস হপকিন্স।