শামীম আহম্মেদ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মহীন শ্রমজীবী ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে/
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র নির্দেশে বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলার রহিমপুর হেজাজিয়া এতিমখানায় এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সভাপতি ও যাত্রাপুর নূরীয়া এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা বাশারাত ভূঁইয়া, রহিমপুর হেজাজিয়া এতিমখানার পরিচালক ও পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ লোকমান, হিলফুল ফুজুল শিশু সনদ কমপ্লেক্সের পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, খুরুইল আজিমিয়া এতিমখানার পরিচালক মাওলানা এমদাদুল হক প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে মুরাদনগর বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সভাপতি ও রহিমপুর হেজাজিয়া এতিমখানার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান বলেন, করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীরা।
করোনা মহামারীর কারণে অনেক নি¤œবৃত্ত ও মধ্যবৃত্ত পরিবার খাদ্য সংকটে পড়েছে। সেদিক বিবেচনা করে এমপি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে মুরাদনগর বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রায় ২০০ কর্মহীন শ্রমজীবী, অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আরো বিতরণ করার পরিকল্পনা রয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সভাপতি ও যাত্রাপুর নূরীয়া এতিমখানার পরিচালক মাওলানা হাফেজ বাশারাত ভূঁইয়া বলেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি ইতোমধ্যে উপজেলার কর্মহীন শ্রমজীবী খেটে খাওয়া পরিবারের মাঝে দুই কোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি যেভাবে শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এমন নজির বাংলাদেশে খুব কমই রয়েছে। আমরা এ উপজেলার আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে এ ত্রাণ সহায়তাকে আরও বেগবান করব ইনশাল্লাহ।