ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাঙ্ক্ষিত ডিভাইস কিছুতেই হারাতে দেবে না ট্র্যাকআর

তথ্যপ্রযোক্তি ডেস্ক রির্পোটঃ
গাড়ি বা বাইক রেখে একটু এদিক-ওদিক গিয়েছেন। ফিরে এসে দেখলেন গাড়ি বা বাইক হাওয়া। এবার ‌দৌড়াও থানায়, ঘুর ঘুর কর পুলিশের পিছে পিছে। এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে একটি ডিভাইস ও আপনার স্মার্টফোন।
মাসিক সাবস্ক্রিপন ফি-তে পাওয়া ‌যাবে ওই ‌যন্ত্রটি, যার নাম ট্র্যাকআর। এই ‌যন্ত্রটি আপনার বাইক বা কার-এ লাগিয়ে রাখলেই হল। মোবাইল ফোনের সাহা‌য্যে আপনি ধরে ফেলতে পারবেন আপনার বাইক বা গাড়ি কোথায় রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, এই ছোট্ট যন্ত্রটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এক স্টার্টআপ, যা স্মার্টফোনের সাহায্যে কাজ করে।
এই ট্র্যাকারটি দেখতে একটা চাবির রিংয়ের মতো। এটিকে কাজে লাগাতে ‘ট্র্যাকআর’ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে ফোনে। এরপর ওই ছোট্ট যন্ত্রটির সাথে অ্যাপটিকে সংযুক্ত করতে হবে। এবার যেখানে খুশি গাড়ি বা বাইক রেখে চলে যান। হারিয়ে গেলেও সমস্যা নাই, গাড়ি বা বাইকের খুঁজে পাওয়া যাবে হাতে থাকা স্মার্টফোনে।
শুধু গাড়ি বা বাইক নয়; যে জিনিস বা যন্ত্র আপনি কিছুতেই হারাতে চান না তাতে সংযুক্ত করে নিন ওই ডিভাইস, এবার ট্র্যাকআর অ্যাপে তার সন্ধান পাওয়া যাবে হারিয়ে গেলেও।
ট্যাগস

ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত –কায়কোবাদ

কাঙ্ক্ষিত ডিভাইস কিছুতেই হারাতে দেবে না ট্র্যাকআর

আপডেট সময় ১২:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬
তথ্যপ্রযোক্তি ডেস্ক রির্পোটঃ
গাড়ি বা বাইক রেখে একটু এদিক-ওদিক গিয়েছেন। ফিরে এসে দেখলেন গাড়ি বা বাইক হাওয়া। এবার ‌দৌড়াও থানায়, ঘুর ঘুর কর পুলিশের পিছে পিছে। এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে একটি ডিভাইস ও আপনার স্মার্টফোন।
মাসিক সাবস্ক্রিপন ফি-তে পাওয়া ‌যাবে ওই ‌যন্ত্রটি, যার নাম ট্র্যাকআর। এই ‌যন্ত্রটি আপনার বাইক বা কার-এ লাগিয়ে রাখলেই হল। মোবাইল ফোনের সাহা‌য্যে আপনি ধরে ফেলতে পারবেন আপনার বাইক বা গাড়ি কোথায় রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, এই ছোট্ট যন্ত্রটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এক স্টার্টআপ, যা স্মার্টফোনের সাহায্যে কাজ করে।
এই ট্র্যাকারটি দেখতে একটা চাবির রিংয়ের মতো। এটিকে কাজে লাগাতে ‘ট্র্যাকআর’ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে ফোনে। এরপর ওই ছোট্ট যন্ত্রটির সাথে অ্যাপটিকে সংযুক্ত করতে হবে। এবার যেখানে খুশি গাড়ি বা বাইক রেখে চলে যান। হারিয়ে গেলেও সমস্যা নাই, গাড়ি বা বাইকের খুঁজে পাওয়া যাবে হাতে থাকা স্মার্টফোনে।
শুধু গাড়ি বা বাইক নয়; যে জিনিস বা যন্ত্র আপনি কিছুতেই হারাতে চান না তাতে সংযুক্ত করে নিন ওই ডিভাইস, এবার ট্র্যাকআর অ্যাপে তার সন্ধান পাওয়া যাবে হারিয়ে গেলেও।