মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ।
গত রবিবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: সাদেকুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে সহ:শিক্ষক এ.এম.এম মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, শিক্ষা অফিসার এএনএম মাহবুব আলম প্রমুখ।
উপজেলা সদরে কোন কলেজ না থাকা ও হতদরিদ্র ছাত্রদের উন্নত্য শিক্ষা লাভের জন্য ১৯৮৭ সালে উপজেলা সদরে মনোরম ও নিরিবিলি পরিবেশে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। গত বছর এ কলেজটি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হওয়া ও বিভিন্ন পরিক্ষায় গড়ে শতকরা ৯০% পাশ করেছিল।