জাতীয় ডেস্কঃ
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসায় যান ফখরুল। জানা গেছে, এসময় তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্ট, আগামী নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়সহ বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ আলাপ করেন।
এর আগে বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ছিলেন মির্জা ফখরুল। এই বৈঠক শেষে তিনি কাদের সিদ্দিকীর বাসায় যান।
সূত্রমতে, ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও আজ কাদের সিদ্দিকীর বাসায় যেতে পারেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে ড. কামালের বাসায় গেছেন কাদের সিদ্দিকী। ওইসময় তিনি ঐক্যফ্রন্টের সাত দফা দাবির প্রতি সমর্থন জানান এবং ফ্রন্টের শুভকামনা করেন।