জাতয়ি ডেস্ক:
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেন।
এছাড়া কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঋণ খেলাপির কারণে এ নিয়ে তার তিনবার মনোনয়নপত্র বাতিল করা হলো।