আফাগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সর্বশেষ সাত জনের নিহত হওয়ার খবর দিয়েছে রয়টার্স। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই সাধারণ নাগরিক। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিনি বলেন, নর্ধ কাবুল এয়ারপোর্ট ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দপ্তরের কাছে গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে।
আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার ঘটনা নতুন নয়। গত সেপ্টেম্বরে কাবুলে এমন একটি হামলায় ১৬ জন নিহত হন। তালেবান ওই হামলা চালিয়েছে বলে দাবি করে আফগান সরকার। এর আগে গত বছর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হন।