কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। খবরে প্রকাশ, আজ শনিবার কাবুলে ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক ভর্তি একটি অ্যাম্বুলেন্সের বিস্ফোরণ ঘটানো হয়।
এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানান। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে বওেল খবরে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, এই ঘটনায় হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। আর আহত ব্যক্তির সংখ্যা ১৪০।
এর আগে গত ২০ জানুয়ারি রাতে কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলেঢুকে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। এতে ১৪ বিদেশিসহ ৪০ জন নিহত হয়। এছাড়া গত ২৪ জানুয়ারি আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের দপ্তরে সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ২ জন নিহত ও ১৪ জন আহত হয়।