অন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার আত্মঘাতি সিরিজ বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এক কর্মকর্তা এ কথা জানান। এক মার্কিন জেনারেল বৈঠক শেষে ঘটনাস্থল ত্যাগ করার পর এ হামলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী বলেন, প্রথমে সকাল ৮টা ১০ মিনিটে আত্মঘাতি হামলাকারী একটি মোটর সাইকেলে করে কাবুলের পূর্বাঞ্চলে বাসে হামলা চালায়। খবর এএফপি’র। পরে একই এলাকায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। তৃতীয় বিস্ফোরণটি পূর্বাঞ্চলীয় কাবুলের অন্য এক জেলায় হয়েছে।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তিন দফা ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী এবং একজন শিশুও।
জানা গেছে, হামলার কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসেছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও ম্যারিন জেনারেল জোসেফ ডানফোর্ড। তিনি তালেবানের সঙ্গে চলা আলোচনায় নের্তৃত্বদানকারী জালমে খলিলজাদের সঙ্গে বৈঠক করেছিলেন।