জাতয়ি ডেস্কঃ
বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনগুলোর কারাবন্দী নেতাকর্মীদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলগুলোর প্রতিটি শাখাকে নির্দেশ দিয়েছেন তাদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ, আইনগত সহায়তা এবং সমস্যা-অসুবিধায় সাহায্য করতে। এসব মনিটরিংয়ের জন্য গুলশান অফিসে কয়েকজন তরুণ নেতাকে দায়িত্বও দেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী নেতাকর্মীদের শীত বস্ত্র ও নগদ টাকা পাঠাচ্ছেন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার পর্যন্ত ৪৫০টি শীত বস্ত্র এবং ৩২৮জনকে কারাগারে তাদের ব্যক্তিগত তহবিলে (পিসি) নগদ সাড়ে ছয় লক্ষাধিক টাকা পৌঁছে দেয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, ঢাকার বাইরের জেলাগুলোর কারাগারে বন্দী নেতাকর্মীদের জন্য জেলা ও বিভাগীয় দায়িত্বশীল নেতারা অনুরূপ কার্যক্রম তদারকি করছেন।
বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানান, গত আড়াই মাসে রাজধানীতে গ্রেফতার হয়েছে তাদের প্রায় ৬০০জন নেতাকর্মী। আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরার দিনগুলোতে গ্রেফতার হচ্ছেন বেশি। সপ্তাহে যে যে দিন হাজিরা থাকে সেসব দিনে বেগম জিয়ার বাসা থেকে যাওয়া-আসার পথে নেতাকর্মীরা শোডাউন করেন। এই শোডাউন থেকে নিয়মিত গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবারও ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোন কোন দিন পুলিশের সাথে সংঘর্ষ ঘটলে গ্রেফতারের সংখ্যা বাড়ে। বাড়ে মামলাও। এই শোডাউন থেকে যারা গ্রেফতার হচ্ছেন তাদের ও তাদের পরিবারের খোঁজখবর নিয়মিত নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দলের আইনজীবীদের মাধ্যমে তাদের জামিনের ব্যাপারে সহায়তা দিচ্ছেন।
জানা যায়, কেরানীগঞ্জের ঢাকা কারাগারে ৪৫০জন বন্দী নেতাকর্মীর কাছে ২৫০টি সুয়েটার ও ২০০টি উন্নতমানের জ্যাকেট পাঠিয়েছেন। প্রতি জন আটক বন্দীর ব্যক্তিগত তহবিলে (পিসি) ২ হাজার টাকা করে অর্থ জমা রাখার ব্যবস্থা করেছেন। জমাকৃত এই টাকা দিয়ে বন্দীরা কারাভ্যন্তরের ক্যান্টিন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও খাদ্য দ্রব্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।
এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারের জুলুমের শিকার পরিবারগুলোর প্রতি ম্যাডামের আন্তরিক সহমর্মিতা ও মমত্ববোধ অভাবনীয়। যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন তাদের প্রতি সমব্যথী তিনি। ঢাকায় কারাবন্দী নেতাকর্মীরা ম্যাডামের পাঠানো শীতবস্ত্র ও নগদ অর্থ পেয়েছেন। তাদের পরিবারগুলোর খোঁজ খবর নিচ্ছেন তিনি। তাদের ধৈর্য ও সাহস রাখতে অভয় দিচ্ছেন তিনি।