আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতশাসিত কাশ্মিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার নওশেরা-সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় সেনা টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়ে একজন সেনা কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন। আহতদের সেনাবাহিনীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, দুইজন নিহত হয়েছে আর আহত হয়েছে আরো তিনজন।
নওশেরা সেক্টর রাজৌরি জেলার অধীনে যা জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশ। এখানে গত তিন সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে। চলমান অভিযানে এরই মধ্যে কাশ্মিরে পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে কোনো সাফল্য ছাড়াই দুই অফিসারসহ ৯ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন।
গত ১৮ বছরের মধ্যে এই অঞ্চলে এটি দীর্ঘতম ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান।