জাতীয়ঃ
কাশ্মিরের পুলওয়ামা শহরে পুলিশ কমপ্লেক্সে শনিবার জঙ্গিদের আত্মঘাতী হামলায় আটজন নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হন। পরে পাল্টা গুলি চালালে তিন জঙ্গির মৃত্যু হয় বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রীনগর থেকে ২৫ কিলোমিটার দূরে পুলওয়ামা শহরের কাশ্মির পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ঘাঁটিতে শনিবার ভোরে জঙ্গিরা হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর বুঝে ওঠার আগেই জঙ্গিরা গ্রেনেড ছুড়ে এবং নির্বিচারে গুলি চালায়। ক্যাম্পের আবাসিক ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হয়। গোলাগুলি বন্ধের কথা উল্লেখ করে কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনী তিনজন সন্ত্রাসীকে হত্যা করে। এদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
লেফ্টেন্যান্ট জেনারেল জে এস সিন্ধু জানান, এটি একটি আত্মঘাতী আক্রমণ। সিআরপিএফের ৪ জন, একজন জম্মু ও কাশ্মির পুলিশের কনস্টেবল এবং তিনজন স্পেশাল পুলিশ অফিসার এ হামলায় নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
পুলিশের মহাপরিচালক এসপি ভাইড বলেন, নিরাপত্তা বাহিনীর জন্য এটি ছিল দুঃখজনক দিন।