অন্তর্জাতিক ডেস্কঃ
প্রতি বছরের মতো এ বারের দিওয়ালিও সৈনিকদের সঙ্গে কাটিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোদী বৃহস্পতিবার সকালেই শ্রীনগর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরের গুরেজে পৌঁছান। সেখানে তিনি সৈনিকদের সঙ্গে শুভেচ্ছা এবং মিষ্টি বিনিময় করেন। এসময় তার সঙ্গে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াতসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিন সেনা সদস্যদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা কাটানোর পর মোদী তাঁর অনুভূতির কথা জানান। তিনি বলেন, এ যেন পরিবারের সঙ্গে সময় কাটানো। এমন ভাল সময় কাটানোর পর নতুন উদ্যম পাওয়া যায়। সৈনিকরা নিয়মিত ইয়োগা অনুশীলন করে শুনে খুশি হন ভারতের প্রধানমন্ত্রী।
দিওয়ালির সময়ে এই নিয়ে দ্বিতীয় বার জম্মু-কাশ্মীর সফরে গেলেন মোদী। এর আগে ২০১৪ সালে কেন্দ্রে সরকার গঠনের পরেই তিনি প্রথম বারের জন্য দিওয়ালিতে পহাড়ি উপত্যকায় গিয়েছিলেন। সেই সময় বন্যা বিধ্বস্ত কাশ্মীরে গিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। এক দিনের জন্য তিনি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনেও ছিলেন। ২০১৫তে তিনি গিয়েছিলেন পঞ্জাবের ইন্দো-পাক সীমান্তে। গত বছর মোদী গিয়েছিলেন হিমাচল প্রদেশের সীমান্ত পোস্টে। এনডিটিভি।