অন্তর্জাতিক ডেস্কঃ
ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির দুই পাইলট নিহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে দেশটির বিমান কর্তৃপক্ষ পাইলট নিহতের খবরে নিশ্চিত কিছু জানায়নি।
নিউজ নেশন’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ ঘটনা ঘটেছে। এতে শ্রীনগরের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, টেকনিক্যাল কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
যুদ্ধবিমানটি শ্রীনগরের রানওয়ে থেকে উড্ডয়ন করে এরপর বুদগামের একটি ফাঁকা জায়গায় বিধ্বস্ত হয়ে যায়। সেখানকার স্থানীয় বাসিন্দারা বিমানটির পাইলটদের বাঁচানোর চেষ্টা চালায় বলে খবরে বলা হয়েছে।
কাশ্মীরের পুলওয়ামায় হামলার জেরে পাকিস্তান-ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি বিমানবন্দরে উড়ো ফোনে হুমকি দেওয়া হয়, বিমান ছিনতাই করে পাকিস্তানে গুম করা হবে।